Pirganj Govt. College
১৫, অক্টোবর, ২০২৪ ৬:৫৮ PM

পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও-এ আপনাকে স্বাগত

অধ‍্যক্ষ

প্রফেসর মো. বদরুল হুদা (অধ্যক্ষ)


পীরগঞ্জ কলেজ নামের যে চারাগাছটি ১৯৬৩ সালে রোপিত হয়েছিল তা বহু শাখা-প্রশাখা ও পত্র-পল্লবে সুশোভিত হয়ে আজ বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। এর রং-বেরংয়ের ফুল পরাগায়িত হয়ে সুমিষ্ট ফল দান করে যাচ্ছে অকৃপণভাবে। ক্ষীণ প্রবাহমান লাছি নদীর তীরের এ কলেজটি বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ডাইনামিক ওয়েব সাইট খোলার মধ্য দিয়ে আধুনিক বিশ্বের জ্ঞান সাগরের তলদেশ স্পর্শ করতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নে পীরগঞ্জ সরকারি কলেজের ওয়েব সাইট ক্ষুদ্র পরিসরে হলেও অনবদ্য ভূমিকা পালন করবে এবং দেশে বিদেশে জ্ঞান ও মেধার দীপ্তি ছড়াতে সহায়তা করবে। আনন্দের বিষয় যে, গত ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ হতে কলেজে অর্থনীতি বিষয়ে এবং ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু হওয়ায় অত্র এলাকায় উচ্চ শিক্ষা বিস্তারে নব-দিগন্তের সূচনা হয়েছে। এছাড়াও আরো কয়েকটি বিষয়ে অনার্স কোর্স চালুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অধ্যক্ষের বাণী
প্রফেসর মো. বদরুল হুদা (অধ্যক্ষ)
প্রফেসর মো. বদরুল হুদা (অধ্যক্ষ)
বিস্তারিত
উপাধ্যক্ষের বাণী
প্রফেসর মোঃ কামরুল হাসান  (উপাধ্যক্ষ)
প্রফেসর মোঃ কামরুল হাসান (উপাধ্যক্ষ)
বিস্তারিত
ওয়েব এডমিন