পীরগঞ্জ সরকারি কলেজ
বুধবার জুলাই ৩০, ২০২৫ ৪:২২ PM





পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও-এ আপনাকে স্বাগতম  Welcome to Pirganj Government College, Pirganj, Thakurgaon

নোটিশ বোর্ড

সকল
খবর

পীরগঞ্জ- পীর সিরাজউদ্দীন আউলিয়া (র.) এর পূণ্যভূমি। টাঙ্গন নদী বিধৌত দেশের উত্তরের কৃষি সমৃদ্ধ একটি জনপদ। প্রকৃতির আশীর্বাদপুষ্ট, প্রাকৃতিক দুর্যোগমুক্ত একটি এলাকা। কৃষিনির্ভর জীবিকা এলাকার মানুষকে করেছে ভাববিলাসী, নির্লিপ্ত, কিছুটা উদাসীন। তাই দীর্ঘদিন থেকেই এ অঞ্চলের মানুষ "ঘরের খাই" বলে রয়েছে ঘরবন্দী। কবির ভাষায় "দেখবো এবার জগৎটাকে" বলে ঘর থেকে বেড়িয়ে পড়েনি। স্বপ্ন দেখেনি সৃজনশীল কোন কিছুর, যেখানে দেশের অন্যান্য অঞ্চল এগিয়েছে অনেকখানি। কিন্তু এটাতো কাম্য হতে পারে না। এগিয়ে যেতে হবে। রাখতে হবে জাতির জন্যে ভূমিকা। এই জন্যে চাই সর্বাঙ্গীন সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান। এ কথা ভাবলেন এলাকার শিক্ষানুরাগী, সমাজ সচেতন ও সমাজসেবী ব্যক্তিবর্গ। ১৯৬২ সাল। প্রাথমিক বিদ্যালয় বাদ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বলতে শুধুমাত্র একটি উচ্চ বিদ্যালয়। কিন্তু পীরগঞ্জের মতো জনপদে এটাতো কোনক্রমেই যথেষ্ট নয়, চাই একটি কলেজ। যেখান থেকে বেরিয়ে আসবে যোগ্য নাগরিক এবং দেশ গড়ার কারিগর। এ স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এলেন অনেকে। আজকের মতো ষাটের দশকের প্রথমভাগে, কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন ছিল কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু সংকল্প যেখানে স্থির, উদ্যম যেখানে অদম্য, সেখানে গিরিরাজিও লংঘিত হয় অনায়াসে। তাই নবজাতক হিসেবে "পীরগঞ্জ কলেজ" দেখলো দিনের আলো। 'সু-নাগরিকের জন্য সু-শিক্ষা' মূলনীতি ধারণ করে ১৯৬২'র এক শুভলগ্নে কলেজ প্রতিষ্ঠার স্বপ্নের উন্মেষ। ১৯৬৩-তে ছাত্র ভর্তির মাধ্যমে কলেজ প্রতিষ্ঠার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। কিন্তু এতো স্বপ্নের কণা মাত্র। পাড়ি দিতে হবে আরো অনেক অনেক পথ। কলেজকে পেতে হবে পূর্ণাঙ্গ রূপ। ১৯৬৩'র পীরগঞ্জ কলেজ জন্মলগ্ন পেরিয়ে টলমল পায়ে রুগ্ন-শীর্ণকায়ে এগুতে লাগলো ধীর গতিতে। ১৯৭১-এ সমুদ্র রক্ত পেরিয়ে এলো কাঙ্খিত স্বাধীনতা। স্বাধীনতার অব্যবহিত পরই "পীরগঞ্জ কলেজ" বালক বিদ্যালয় থেকে স্থানান্তরিত হলো পীরডাঙ্গী'র বর্তমান কলেজ অঙ্গনে। নানাদিক থেকে সহযোগিতা, দান, অনুদানে পীরগঞ্জ কলেজ পেলো কিছুটা গতি, কিছু ভৌত অবকাঠামো। এতদিনে পীরগঞ্জ কলেজ "পীরগঞ্জ ডিগ্রি কলেজ"-এ হয়েছে রূপান্তরিত। ১৯৮৬ সালে পীরগঞ্জ কলেজটিকে সরকারিকরণ করা হয়। ১৯৮৭ সালে ৩ ফেব্রুয়ারি জাতীয়করনের গেজেট প্রকাশিত হয়। ২০১৩ সাল দীর্ঘদিনের স্বপ্ন পীরগঞ্জ সরকারি কলেজে অনার্স কোর্স চালু করা হয়। ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ হতে অর্থনীতি বিষয়ে অনার্স কোর্স চালু করার মাধ্যমে অনার্স যুগের সূচনা হয়। পরবর্তী বছর অর্থাৎ ২০১৪ সালে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই ৫টি বিষয়ে অনার্স কোর্স চালু হয়। অনার্স কোর্স চালুর ধারাবাহিকতায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষ হতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষ হতে উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু হয়। বর্তমানে এ কলেজে ৯টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। বিগত ও বর্তমান অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজের অভ্যন্তরীণ তহবিল হতে দ্বিতল। বুনিয়াদ বিশিষ্ট একটি নান্দনিক জামে মসজিদের ১ম তলার নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যা মহান আল্লাহ তায়ালার রহমতে ও সকলের আন্তরিক সহযোগিতায় নিকট ভবিষ্যতে পূর্ণতা লাভ করবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। এছাড়াও সদাশয় সরকার ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীবৃন্দের আন্তরিক সদিচ্ছায় ৬ষ্ঠ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও ৫তলা বিশিষ্ট একটি ছাত্র ও একটি ছাত্রী হোস্টেল নির্মাণ হয়েছে। ইতোমধ্যে নতুন ছাত্রাবাস চালু হয়েছে। খুব শীঘ্রই একাডেমিক ভবন ও ছাত্রীনিবাস চালু হতে যাচ্ছে। নানা চড়াই উৎড়াইয়ের মধ্য দিয়ে কলেজটি ৬০ বছর পেরিয়ে এসেছে। পীরগঞ্জ কলেজকে রত্নগর্ভা কিংবা স্বর্ণ প্রসবিনী বলা যায় কিনা জানিনা। তবে যা দিয়েছে তাও অকিঞ্চিৎকর নয়। পীরগঞ্জ কলেজ জন্ম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং বিদেশে গবেষণারত উজ্জ্বল নক্ষত্র, সরকারি উচ্চপদে আসীন অনেক সফল কর্মকর্তা।

হেল্প ডেক্স ও যোগাযোগ

ভিডিও গ্যালারী

???? ????? ???????? 4

???? ????? ???????? 3

???? ????? ???????? 2

???? ????? ????????

অধ্যক্ষ
প্রফেসর মো. বদরুল হুদা (অধ্যক্ষ)
প্রফেসর মো. বদরুল হুদা (অধ্যক্ষ)
বিস্তারিত
উপাধ্যক্ষ
ওয়েব এডমিন